খুলনার রূপসা উপজেলায় করোনায় মৃত নূর আলম খানের পরিবারসহ আশেপাশে লকডাউনে থাকা ৪০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে মহানগর যুবলীগ। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে রবিবার দুপুরে এসব খাদ্যসামগ্রী প্রদান করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ।
নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়াও মৃত নূর আলম খানের করোনায় আক্রান্ত দুই ছেলের জন্য ফলমূল, দুধসহ সুষম খাবার পাঠানো হয়েছে। লকডাউনে থাকা পরিবারগুলোর পক্ষে খাদ্যদ্রব্য গ্রহণ করেন রূপসা আইচগাতী পুলিশ ফাঁড়ির আইসি মো. ইব্রাহিম।
যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ বলেন, লকডাউনে থাকা ৪০টি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া করোনায় মৃত নূর আলমের দুই ছেলের জন্য সুষম খাবার দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন