ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তার সর্দি জ্বর ও শ্বাসকষ্ট ছিল।
রবিবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে বেলা ১১টার দিকে তাকে ডাক্তার হাসান মাহামুদের কাছে নিয়ে আসা হয়। ওই সময় তিনি মারা যান বলে জানিয়েছেন ডা. হাসান মাহামুদ। স্থানীয়রা জানান, তিনি ৫ দিন আগে চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনে এসেছিলেন।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম-সিদ্দিক জানান, কোভিড-১৯ আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছে। ওই নারী ৫ দিন আগে চট্টগ্রাম থেকে আসেন। তখন থেকেই ওই বাড়ি লকডাউন করে দিয়েছিলেন স্থানীয় প্রশাসন।
বিডি প্রতিদিন/আরাফাত