করোনা সংকট মোকাবেলায় বৈরি আবহাওয়ায় রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী উহার দেয়া হয়েছে। দুুপুরে স্থানীয় কাউতলীস্থ নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৯০ জন প্রতিবন্ধীর পরিবারকে এ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
এতে ছিল ১০ কেজি চাল, ডাল, ছোলা, চিনি সামগ্রী প্রত্যেকটি পরিবারকে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ড্রিম ফর ডিসএ্যাবিলিটির প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না, ব্যাবসায়ী আব্দুল মালেক, রাসেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার