রমজানের প্রথমদিন থেকে গরিব-দুস্থদের বাড়ি বাড়ি ইফতারসহ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে একটি সামাজিক সেবামূলক সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
পহেলা রমজান ২৫ এপ্রিল বিকেল থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল থেকে বাজার করে নিজেরা ভাত, মুরগি কিংবা মাছ, ডিম ও সবজি রান্না করে খানসামার ২০০ জন গরীব-দুস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তারা। করোনা প্রাদুর্ভাবে রোজার প্রথম দিনে এরকম ব্যতিক্রম উদ্যোগে ইফতারের পূর্বে দুস্থদের বাড়ি গিয়ে খাবার পৌছে দেওয়ায় দুস্থ পরিবারগুলোর মুখে তৃপ্তির হাসি লক্ষ্য করা গেছে।
স্বেচ্ছাসেবী টিমের সদস্য সোয়াইব হোসেন সিজু বলেন, একজন সেচ্ছাসেবী হয়ে অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে গর্বিত। আর যাদের উৎসাহ ও সহযোগিতায় প্রতিদিন ২০০ জনকে পুরো রমযান মাস খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছি তাদের প্রতি কৃতজ্ঞ।
স্বেচ্ছাসেবী মহব্বত খান বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগে। এজন্য আমরা দুটি সংগঠন একত্রে কাজ করছি।
এ সময় এ্যাডভোকেট সোয়েব হোসেন সিজু, মহব্বত খান, লিয়ন চৌধুরীসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার