হবিগঞ্জে জ্যামিতিকহারে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। শনিবার একদিনেই পজেটিভ শনাক্ত হয়েছ ২১জন। যার মাঝে ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকও আছেন। ওই দিন জেলায় করোনা আক্রান্ত হয়ে এক শিশু ও করোনা সন্দেহে এক সিএনজি-অটোরিক্সা চালক নিহত হয়েছে। কিন্তু লোকজনের মাঝে এখনও কোন সচেতনা দেখা যায়নি। রবিবার হবিগঞ্জ শহরের হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ছিল জনস্রোত।
রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় দেখা যায় সেখানে লোকজনের আনাগোনা এবং অটোরিক্সা চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক ভিখারি সাহায্যের আশায় দল বেধে ছুটছেন। অনেকের নেই কোন মাস্ক ও নিরাপত্তা ব্যবস্থা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দেখে মনে হবে দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায়ই আছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা ও মনিটরিং করা হচ্ছে। কিন্তু লোকজনের মাঝে আইন না মানার প্রবণতা বেশী পরিলক্ষিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার