রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নিজস্ব অর্থায়নে রাজবাড়ীতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য একশত পিস পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।
আজ রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলামের হাতে ওই পিপিই হস্তান্তর করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। করোনাভাইরাসে রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলার ১২হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছি। আজ চিকিৎসকদের জন্য একশত পিস পিপিই প্রদান প্রদান করা হলো।
তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে রাজবাড়ীকে চিকিৎসকরা যেভাবে কাজ করে যাচ্ছে সেটা সত্যিকার অর্থেই প্রশংসার দাবী রাখে।
এ সময় সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে করোনা সঙ্কট কেটে গেছে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। যতদিন পর্যন্ত করোনা ভাইরাসে ঔষুধ অথবা প্রতিষেধক তৈরি না হবে ততদিন সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন জেলার সিভিল সার্জন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ