বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া বাজার এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এসময় অন্তঃসত্ত্বা নারীসহ চারজন আহত হয়েছে।
আহতরা হলেন- নিখিল রবিদাস (২০), পূর্ণিমা রবিদাস (২৩), সুদাসুন রবিদাস (৪৫), সুমিত্রা রবিদাস (৬০) সহ ৫ জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া বাজার এলাকায় মৃত শিবলাল রবিদাসের ছেলে বিমল রবিদাসের বসতবাড়িতে গত শনিবার রাতে নারচী ইউনিয়নের ভেড়ামারা বুদার ভিটা এলাকার কয়েকজন যুবক হামলা চালায়। এসময় হামলাকারীরা বিমল রবিদাসের একটি দোকান ঘর, বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। এসময় ওই বাড়ির লোকজন বাধা দিলে হামলাকারীরা তাদেরও মারপিট করে আহত করে।
বিমল রবিদাস জানান, হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে হাতে লাঠিসোটা নিয়ে এসে তার সেলুনের দোকান ও বসতবাড়িতে হামলা চালায়। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও মানবাধিকার কর্মী বিকাশ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত