করোনাভাইরাসের দুর্যোগে কর্মহীন অসহায় দুস্থ মানুষরা ত্রাণ না পেয়ে কুপতলা ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও মেম্বার কামরুল ইসলামের অপসারণ দাবিতে রবিবার গাইবান্ধার কুপতলা ইউনিয়নের লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নং রেলগেট এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে ৫ শতাধিক মানুষ অংশ নেন। পরে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদেক আলী, বাবু প্রামানিক, তারাজুল ইসলাম, মো. সাকা মিয়া, আবু সাঈদ, রফিক মিয়া, প্রমুখ।
বক্তারা জানান, করোনাভাইরাসের প্রায় দেড় মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত তারা এক কেজি চাল পর্যন্ত্র ত্রাণ পাননি। সরকার এই দুর্যোগের সময় অসহায় মানুষদের নানা রকম সাহায্য সহযোগিতা করে আসছেন। কিন্তু কুপতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ৩ নং ওয়ার্ডের মেম্বর কামরুল ইসলাম ত্রাণসামগ্রী তুলে নিজেরাই আত্মসাৎ করেছেন বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, ইতিপূর্বে তাদের কাছ থেকে ৩/৪ বার আইডি কার্ডের ফটোকপি নিয়েও আজ পর্যন্ত এই এলাকায় একজন ব্যক্তিকেও কোন ত্রাণ দেয়া হয়নি। তাই বক্তারা দায়ী চেয়ারম্যান-মেম্বারদের শাস্তি ও অপসারণ দাবি করেন ।
বিডি প্রতিদিন/আল আমীন