কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে রবিবার (২৬ এপ্রিল) ৭১ জনের স্যাম্পল টেস্টে একজনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের একজন নারী চিকিৎসক। বাকি ৭০ জনের রিপোর্টই নেগেটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়ার বরাত দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষণা করা হবে।
এনিয়ে কক্সবাজারে মোট ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এই প্রথম কক্সবাজারে একজন চিকিৎসক করোনা ভাইরাস আক্রান্ত হলেন। গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। তারমধ্যে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। বাকি ৭৮৯ জন নেগেটিভ।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, এ পর্যন্ত টেকনাফে একজন চিকিৎসকসহ ৪ জনের শরীরে করোনা উপসর্গ পাওয়া যায়। ৩ জনকে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রামু ৫০ শয্যা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল