নীলফামারীতে কর্মহীন গৃহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। তাদের বাড়িতে নিজেই গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছেন তিনি।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের নিউবাবুপাড়া ও সরকারপাড়ায় গিয়ে কয়েকজনকে খাদ্য সামগ্রী দিয়ে আসেন তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার রায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, গৃহকর্মী যারা অন্যের বাড়িতে কাজ করে জীবীকা নির্বাহ করেন তারাও এই সময়ে অভাব অনটনে রয়েছেন। এ রকম ৪২জনকে চিহিৃত করে তাদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ