চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চাকুলিযা গ্রামের মাঠে বজ্রপাতে নান্নু মিয়া (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত ঘটলে সে মারা যায়। নিহত নান্নু মিয়া চাকুলিয়া গ্রামের আনারুল হকের ছেলে।
কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু জানান, নান্নু মিয়া গ্রামের গাছান মাঠে কৃষি কাজ করছিল। এসময় দুপুরে মুসলধারে বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার