বাগেরহাটের শরণখোলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাওলাদার আসাদুজ্জামান আসাদের বাড়িতে চুরি হয়েছে। চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে প্রায় প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের এ ঘটনা ঘটে।
শরণখোলায় সাবেক ছাত্রলীগ নেতা আসাদ জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সিঁদ কেটে চোরেরা ঘরে ঢোকে। চোরেরা কৌশলে আলমারি ভেঙে এক লাখ ২০ হাজার টাকা, প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং বাইরে থাকা প্রায় ৪০ হাজার টাকা দামের তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। রাত দুইটার দিকে তার ছোট ভাই পানি খেতে উঠে ঘরের সামনের দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনাস্থল পরিদর্শনকারী শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, খবর পেয়ে রবিবার সকালে আসাদের বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘরের পিছন থেকে সিঁদ কাটা এবং ভেতরে মালামাল তছনছ করা। এ সময় নগদ টাকা, সোনাদানাসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার কথা জানায় বাড়ির লোকজন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন