কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাতে চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। তাই এ সংকটে কৃষকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উদ্যোগে অসহায় কৃষকদের ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই বিষয়ে ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন জানান, ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সব সময় দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকেছে। প্রত্যেক দুর্যোগ মুহূর্তের ন্যায় এইবারও করোনা যুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষের পাশে থাকার জন্য।
আব্দুর রাজ্জাক সুমন আরও বলেন, অনেক কৃষকের কাছে টাকা থাকলেও তারা ধান কাটানোর জন্য লোক পাচ্ছে না।এভাবে যদি ধান নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে দেশে অভাব দেখা দিবে। দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে, সেইটা মাথায় রেখে আমরা অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপির নির্দেশে ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছি। যত রকম কঠিন পরিস্থিতিই আসুক, দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড ছাত্রলীগ সেইটা সামনে থেকে মোকাবেলা করবে৷
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন