ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে, ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। সেখানকার একটি পরিত্যক্ত পানির ডোবায় নেমে প্রায় ৩০০ হাঁসের মৃত্যু হয়েছে। এরপর থেকে গুরুতর অবস্থায় আছে আরও প্রায় ১২০০ হাঁস। এতে হাঁস মালিকের ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা।
হাঁস মালিক মিজান জানান, একদিন বয়সের খাকি ক্যাম্পবেল জাতের ১৫০০ হাঁসের বাচ্চা দিয়ে হাঁস পালন শুরু করি। যার মূল্য ছিল প্রায় লাখ টাকা। বর্তমানে এসব হাঁসের বয়স প্রায় এক মাস।
হাঁস দেখাশোনা করেন শাকিব নামে এক আত্মীয়। প্রতিদিনের মতো রবিবার দুপুরে হাঁসগুলো বাড়ির পাশে কাশেমের ডোবায় নিয়ে যান শাকিব। এ সময় কয়েকটি হাঁস মাথা নিচের দিকে দিয়ে কাঁপতে থাকে। পরে ডোবায় নেমে দেখা যায় অনেক হাঁস নিস্তেজ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে হাঁসগুলো ওপরে উঠালে কিছুক্ষণের মধ্যেই মরতে শুরু করে। এভাবে ৩০০ হাঁস তাৎক্ষণিকভাবে মারা যায়। বাকিগুলো কাতরাতে থাকে।
কেউ শত্রুতাবশত ডোবায় বিষ প্রয়োগ করে থাকতে পারে বলে ধারণা করছেন খামারের মালিক মিজান। এ ব্যাপারে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ গণমাধ্যমকে জানান, সোমবার নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাঁসের ময়নাতদন্ত করবেন। তখন বিষয়টি পরিষ্কার হবে। তবে বিষ প্রয়োগ বা অন্য কোনভাবে হাঁসগুলো মেরে ফেলা হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম