করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী জেলা কমান্ড্যাট রাশেদুল ইসলাম।
টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ৩৬০০ জন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক।
ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মোজাফর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ