চলতি করোনাভাইরাস পরিস্থিতিতে গোদাগাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ৩০০ প্যাকেট ত্রাণ বিতরণ বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ৩০০ প্যাকেট ত্রাণসামগ্রী গোদাগাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিতরণ করা হয়।
রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহবুবুর রহমান খান, পিএসসি উপস্থিত ছিলেন । ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১৮০০ কেজি চাল, ৬০০ কেজি আটা, ৩০০ কেজি ডাল, ১৫০ কেজি তৈল এবং ৪০০ কেজি অন্যান্য খাবার।
বিডি প্রতিদিন/ফারজানা