শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার চাঁদাবাজির মামলার গ্রেফতার হয়েছেন। মো. মতিউর রহমান মামুন নামে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করায় ১৬ এপ্রিল পালং মডেল থানায় এই মামলা দায়ের হয়। আজ (২৭ এপ্রিল সোমবার) সকাল ৯টায় আঙ্গারিয়া এলাকা থেকে অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেফতার করেন মামলার তদন্ত অফিসার পালং মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক রূপুকর।
মামলার বাদী ঠিকাদারের সাইড ম্যানেজার মজিবর সরদার ও তার ভাই এমদাদ সরদারকে চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের হুকুমে ১০ এপ্রিল মারপিট করে গুরুতর আহত করা হয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে হুকুমের আসামী করে মোট ১৪ জনকে এই মামলায় আসামি করা হয়।
আসামিদের মধ্যে আইজুল হাওলাদার ও মহসিন হাওলাদার মাদরাসা ছাত্র ওসমান হত্যা মামলার আসামি। এছাড়াও আসামি আইজুল হাওলাদার গোপালগঞ্জ জেলার ঘোষেরচর উত্তর পাড়া গ্রামের সাফায়েত শেখের স্ত্রী মাসকুদা বেগমের দায়ের করা চাঁদাবাজি মামলারও আসামি।
পালং মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা রূপকর বলেন, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান চাঁদা দাবি করে সরকারি খাল খননে বাধা প্রদান করে। পরবর্তীতে চেয়ারম্যানের লোকজন নিয়ে ঠিকাদারের লোকজনকে মারধর করে। এই বিষয়ে মামলা হয়েছে। আজ মামলার প্রধান আসামি আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল