মরণঘাতি করোনা পরিস্থিতিতে প্রায় সাত হাজার হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী উপজেলায় বিগত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। এরই মধ্যে তিনি সরারচর-হিলুথিয়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্যের পক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী বিতরণ করছেন। খাবার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পেয়াজ, ছোলা, তেল ও সাবান।
সাত হাজার পরিবারের জন্য একমাসব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানান শেখ মজিবুর রহমান ইকবাল। আজ বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আজ সারা বিশ্বের মতো বাংলাদেশও গভীর সঙ্কটে। করোনা নামে এক মহাদুর্যোগে সারাদেশ লকআউট। আমাদের নিকলী ও বাজিতপুর উপজেলায়ও হাজার হাজার গরীব-দুস্থ শ্রেণী রয়েছে। আমরা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে। তারপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় যার যার সামর্থ অনুযায়ী হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
বিএনপির কেন্দ্রীয় এই নির্বাহী কমিটির সদস্য আরও বলেন, দলমত নির্বিশেষে সবারই উচিত, আজ এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো। এ নিয়ে কোনো রাজনীতি নয়, মানুষ মানুষের জন্য-এই মূলমন্ত্রই ধারণ করা উচিত।
বিডি প্রতিদিন/হিমেল