গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের কৃষকের জমির পাকা ধান কেটে দিল জেলা কৃষক লীগ। আজ সোমবার সকালে কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলির নেতৃত্বে ৬০ সদস্যের একটি দল এই ধান কেটে দেয়। কৃষক সুজন মোল্লার তিন একর জমির ধান কেটে দেন তারা।
এসময় জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, যুগ্ম-সাধারন সম্পাদক আবু লাইস মোল্লা, সহ-সভাপতি শামচুল আলম, উলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বাবুল, সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আলি খান, পৌর কৃষক লীগের আহবায়ক রেফাউল ইসলামসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
কৃষক লীগকে ধন্যবাদ জানিয়ে কৃষক সুজন মোল্লা জানান, তার ৩ একর জমির ধান পেকে গেছে। তিনি ধানকাটা শ্রমিক পাচ্ছিলেন না। এই দুঃসময়ে কৃষক লীগ এগিয়ে এসে তার জমির ধান কেটে দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস জানান, করোনা
ভাইরাসের কারনে এবং সামাজিক দূরত্ব বজায় রাকতে গিয়ে এ অ লে ধানকাটা শ্রমিক বাইরের জেলা থেকে আসেনি। যেকারনে বেকাদায় পড়েছে জেলার ধান চাষীরা। সারা জেলায় কৃষক লীগের সদস্যরা যেসব কৃষক তাদের ধান কাটতে পারবে না, তারা জানালে কৃষক লীগের সদস্যরা গিয়ে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেবে।
তিনি আরও জানান, যতদিন কৃষকের পাকা ধান ঘরে না উঠবে ততদিন তারা মাঠে থেকে কৃষকের ধান কেটে দেবেন। এছাড়া সদর উপজেরার জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান সুপারুল আলমের নেতৃত্বে তার ইউনিয়নের মেম্বারদের নিয়ে গড়া ২০ সদস্যের একটি দল তাদের এলাকার দরিদ্র মানুষের জমির ধান কেটে দিয়েছে। এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপহজলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান খান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ