লক্ষ্মীপুরের রায়পুরে শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকার চাষি বাসেদ আখনের প্রায় এক একর জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন প্রায় ১৫ নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, যুগ্ম আহবায়ক কৌশিক আহম্মেদ সোহেল, জহির হোসেন পাটোয়ারী, সদস্য গনি সর্দার ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
জানা যায়, উপজেলায় ১০টি ইউনিয়নে ধান কাটার জন্য কমিটি করা হয়েছে। তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষক যারা শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না। সেই সকল কৃষকদের বাছাইয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন