কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে পাঁচ সুপারভাইজারকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভোরে ভৈরব র্যাব ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত ফেরদৌসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থানার পাশে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন একটি সিগারেট কারখানা পরিচালিত হয়ে আসছিল। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও সামাজিক দূরত্ব না মেনে কারখানায় গাদাগাদি করে কাজ চলছিল। সরকারের একটি গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে কয়েকদিন আগে থেকে নজরদারি শুরু করে। এর সত্যতা পাওয়ায় গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়।
এর পরিপ্রেক্ষিতে আজ ভোরে অভিযান চালানো হয়। কুলিয়ারচরের ইউএনও জানান, কারখানাটিতে ৫০ জনের মতো নারী-পুরুষ গাদাগাদি করে কাজ করছিল। তাদের কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কারখানাটি অনুমোদন পাওয়ার কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। ফলে জরিমানার পাশাপাশি কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন