রংপুরের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি এলাকায় পাথর বোঝাই ট্রাক থেকে ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আটক করা হয়েছে ট্রাকটিও। আজ সোমবার সকালে এসব মাদক আটক করা হয়। রংপুর র্যাব ১৩ সহকারী পুলিশ সুপার আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে আজ সোমবার ভোরে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি এলাকায় অবস্থিত সুফিয়া ফিলিং ষ্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকটি তল্লাশী চালিয়ে পাথরের ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি বস্তায় ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার লালমনিরহাট জেলার পাটগ্রামের শহিদার রহমানের পুত্র শামিম ইসলাম, হেলপার নীলফামারী জেলার ডিমলা উপজেলার আমিনুর রহমানের পুত্র মোঃ মশিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তরা লালমনিরহাট জেলায় পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্ত হতে পাথর বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং পথিমধ্যে লালমনিরহাট জেলার হাতিবান্ধা ফেডাসন বাজারের কাছে বিশেষ কায়দায় ট্রাকে বোঝাইকৃত পাথরের মধ্যে গাঁজা ও ফেন্সিডিল বোঝাই করে। তারা দেশের উত্তরা লের সীমান্ত এলাকা থেকে সুকৌশলে বিভিন্ন পণ্য বোঝাইকৃত ট্রাকের মধ্যে করে মাদকের বড় চালান এনে অন্যান্য জেলা ও উপজেলায় পাইকারী সরবরাহ করতো।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ