কক্সবাজারের পেকুয়ায় একটি স্কুল কক্ষ থেকে ১৫ টন চাল জব্দ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম পেকুয়া উপজেলার বাররাকিয়া হোসনে আরা বালিকা বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এসব চাল জব্দ করে।
এ ঘটনায় ওয়াহিদুর রহমান ওয়ারেছিকে নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে বলে জানা গেছে।
জব্দকৃত চালগুলোর কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আজম জানান।
তিনি আরো বলেন, রাতেই চালগুলো স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা আলীর জিন্মায় দেয়া হয়।
প্রধান শিক্ষক মোস্তফা আলী বলেন, এর আগে রাত ৯ টার দিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাইট গার্ড থেকে চাবি নিয়ে স্কুলের একটি কক্ষে চালের বস্তাগুলো রাখেন। তবে চালের বস্তা বাখার বিষয়ে আগে থেকে তিনি কিছু জানতেন বলে জানান।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাত বলেন, চাল জব্দের বিষয়টি তিনি শুনেছেন। তবে চালগুলো সরকারি বরাদ্দকৃত চাল কিনা তা খতিয়ে দেখা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার