নওগাঁ জেলার রাণীনগর, আত্রাই ও নওগাঁ সদরের আত্মসমর্পণকারী ৭৩ জন চরমপন্থী তথা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্যদের অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁয় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়।
নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিলসেডে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাফিল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
অনুষ্ঠানে নওগাঁ জেলার রাণীনগর, আত্রাই ও নওগাঁ সদরের আত্মসমর্পণকারী ৭৩ জন চরমপন্থী তথা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্যদের জনপ্রতি ৫০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসআই রাজশাহীর যুগ্ম পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন