করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ৬৫০টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
করোনাভাইরাস মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ ঘরে থাকার আহবান জানান তিনি। সোমবার মেহেরপুর শহরের ২ ও ৭ নং ওয়ার্ডের ৬৫০ জন কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন পৌরসভার কাউন্সিলর, কর্মচারি ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এ পর্যন্ত মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ হাজার ৫শ ২০টি পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাবার বিতরণ সম্পন্ন করেছেন মেয়র মাহফুজুর রহমান রিটন।
বিডি প্রতিদিন/আল আমীন