করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া আইনজীবীদের টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির উদ্যোগ আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্মাণ খাত থেকে দেড় শতাধিক আইনজীবীকে ঋণ দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বারের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আখতার, সাবেক সভাপতি ফায়েকুজ্জামান নাজীব প্রমুখ।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে আইনজীবীদের ঋণ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন