হবিগঞ্জে বাড়ি বাড়ি ত্রাণ ও ইফতার সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি রবিবার বিকেলে শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, খোয়াই মুখ, খোয়াই বাঁধ এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় এসব সামগ্রী পৌঁছে দেন।
এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, পৌর মেয়র মো. মিজানুর রহমান মিজান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, এখন মানুষের দুঃসময়। কেউ কাজ করতে পারছেন না। পাশাপাশি রমজান মাসও। এ অবস্থায় মানুষের খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরী। কিন্তু আমার কথা হলো ত্রাণ দেয়ার নামে কাউকে বাইরে বের করে এনে বিপদে ফেলা যাবে না। সে লক্ষ্য থেকেই বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়া হচ্ছে। শুধু বাড়তি কিছু ইফতার সামগ্রী উপহার হিসেবে দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল