বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে সুশীল মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে চিতলমারী উপজেলার আরুলিয়া গ্রামের নরেশ গোসাইয়ের বাড়ির সামনের রাস্তার মোড় ঘোরার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রাক্টর চালক সুবল ব্যাপারি (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহত সুবলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। হতাহতদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার ভোজনখালি গ্রামে। তারা ধান মাড়াইয়ের জন্য ট্রাক্টর নিয়ে চিতলমারীর খিলিগাতী গ্রামে আসছিলেন।
পুলিশ জানায়, ধান মাড়াইয়ের জন্য ট্রাক্টর নিয়ে খুলনার দাকোপ থেকে খিলিগাতি গ্রামের খোকন মন্ডলের বাড়িতে যাওয়ার জন্য আসছিল সুবল ব্যাপারি ও সুশীল মন্ডল। যাওয়ার পথে আরুলিয়া গ্রামের নরেশ গোসাইয়ের বাড়ির সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সুশীল মন্ডল মারা যায় এবং চালক সুবল মন্ডল গুরুত্বর আহত হয়। স্থানীয়রা সুবল মন্ডলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন