করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যালের হাতে নিজেদের তৈরি দেড়শ পিস ফেস-শিল্ড তুলে দিলেন মোংলার একদল তরুণ শিক্ষার্থী।
সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রিন্সিপ্যাল ডা. লিয়াকত হোসেন তপনের হাতে এসব ফেস-শিল্ড তুলে দেয়া হয়। এসময় কলেজের ইন্টার্ণ-কোঅর্ডিনেটর ডা. সুভাষ চন্দ্র ভাদুরী, সহযোগী প্রফেসর ডা. সামস-ই-তাব্রিজ, সহ: অধ্যাপক ডা. পঙ্কজ কুমার মোহন্ত ও ডা. আলীনুর সেখানে উপস্থিত ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে সারাদেশ যখন লকডাউনে, ঠিক এমনি সময়ে করোনা যুদ্ধে সম্মুখ সমরে যেসব চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগ। প্রথম এ উদ্যোগ নেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র সুমিত চন্দ।
ইতিমধ্যে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, আদ দীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল, ফুলতলা স্বাস্থ্য-কমপ্লেক্স, রামপাল স্বাস্থ্য-কমপ্লেক্স , বটিয়াঘাটা স্বাস্থ্য-কমপ্লেক্স ও চালনা স্বাস্থ্য-কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছেন নিজেদের তৈরী অত্যন্ত মান-সম্পন্ন সহস্রাধিক ফেস-শিল্ড।
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসেন তপন বলেন, শিক্ষার্থীদের এ উদ্যোগ ইতিমধ্যে চারিদিকে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের তৈরি এসব ফেস-শিল্ড অত্যন্ত মান-সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালগুলোতে পিপিই পাঠালেও সেগুলোর সঙ্গে কোনো ফেস-শিল্ড পাঠানো হয়নি। তাই শিক্ষার্থীদের এ মানবিক উদ্যোগকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা।
সুমিত চন্দ সাংবাদিকদের জানিয়েছেন, কুয়েটের সিনিয়ররা এবং মোংলা অঞ্চলের কিছু বিত্তবান তাদের পাশে দাঁড়িয়েছেন। একারণে তারা বিনামূল্যেই এসব ফেস-শিল্ড দিতে পারছেন।
বিডি প্রতিদিন/হিমেল