ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে আদার দাম বেশি রাখার অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালান তিনি।
আদালত সূত্রে জানা যায়, পৌর বাজারের আদা ব্যবসায়ী হাসান মিয়াকে ৫ হাজার, লিয়াকত হোসেনকে ২ হাজার ও সাধনা স্টোরের মালিক শিবু অধিকারীকে ১ হাজার, মোটা ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সকল আদা ব্যবসায়ীকে বলা হয় ১৫০ টাকার বেশি আদা বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।
সাব্বির আহমেদ বলেন, আদার দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল