কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে মুন্সীগঞ্জ অঞ্চলে ধান কাটতে রওয়ানা গেছেন ৬০ শ্রমিক। সোমবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের প্রত্যয়ন পত্র নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বাসযোগে রওয়ানা হন এসব শ্রমিক। উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বোরো ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়। ফলে সরকার উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সোমবার এসব শ্রমিক প্রেরণ করা হয়।
শ্রমিকদের সর্দার নুর মোহাম্মদ জানান, মৃত্যুর ভয় করে লাভ কী? আমরা কর্মহীন থাকায় কাজও নেই, আবার সরকার আমাদের ধান কাটতে পাঠাচ্ছে কাজও হবে, ইনকামও হবে।
ভুরুঙ্গামারীর আন্ধারীঝাড় থেকে ১৮ জন, পাইকেরছড়া থেকে ১৭ জন এবং কামাতআঙ্গারীয়া থেকে ২৫ জন শ্রমিক ধান কাটতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পাঠানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার শওকত আলী, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান আসাদ, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন