ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজাসহ মোঃ এরশাদ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত এরশাদ মিয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল অফিসের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার সাথে থাকা বস্তা তল্লাসি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার