দিনাজপুরের নবাবগঞ্জে জাহানারা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বাগানপাড়া গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে।
সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলার রামপুর বাজারে ভাড়া বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। লাশ দাফন করার জন্য পরিবারের কাছে প্র্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহন।
স্থানীয়রা জানায়, ৫ দিন আগে রামপুর বাজারে মো. আজিজার রহমানের বাড়ি ভাড়া নেন ওই নারী। তার সাথে এক বছরের একটি ছেলে সন্তান আছে। সোমবার সকালে ছেলেটির কান্নাকাটি শুনে বাড়ির মালিকের স্ত্রী ঘরে গিয়ে দেখেন ওই নারী জাহানারা শুয়ে আছে, নড়াচড়া করছেন না। পরে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী দুপুরে পুলিশকে সংবাদ দেয়। খরব পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছে ঘটনা শুনে পুলিশ করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জানায়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাজান আলী বলেন, করোনা সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করেছি। রিপোর্ট এলে জানা যাবে করোনা ছিল কিনা।
বিডি প্রতিদিন/আল আমীন