বগুড়ার সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে। সোমবার রাতে উপজেলার পারতিতপরল গ্রামে সাহাদত জামানের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করেছে।
মৎস ব্যবসায়ী সাহাদত জামান জানান, সে পুকুরে রুই, কাতলা, ব্রিগেড, সিলভারকাপসহ বিভিন্ন প্রকারের মাছ চাষ করছিল। সোমবার সকালে দেখেন তার পুকুরে মাছ ভেসে উঠছে। বিষ প্রয়োগে তার পুকুরের ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই তার পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করছেন।
তিনি এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।
এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার