কুড়িগ্রামে উলিপুরে গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যগণ ২ শতাধিক দরিদ্র শিক্ষার্থীর পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সোমবার বিকেলে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর পরিবারের অভিভাবকদের হাতে এসব সামগ্রী তুলে দেন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও পরিচালনা কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ রায়, মাদ্রাসার অধ্যক্ষ আহমদ হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ শিক্ষকগণ।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ ও রসুন।
বিতরণকারীরা বলেন,দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের কথা চিন্তা করে নিজস্ব উদ্যোগে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুব খুশি হন দরিদ্র এসব শিক্ষার্থীদের অভিভাবকগণ।
বিডি প্রতিদিন/এ মজুমদার