কুষ্টিয়ার মিরপুরে জসিম উদ্দিন (৩৮) নামের একজকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কাকিলাদহ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক মন্ডলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, পরোকীয়া প্রেমের সম্পর্কে জসিম উদ্দিন ভুক্তভোগী এক নারীর সাথে শারীরিক সম্পর্ক করে ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ঐ নারী মিরপুর থানায় মামলা দায়ের করেন।
কাকিলাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকিলাদহ বাজারে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর থানায় গত ২৬ এপ্রিল দায়ের করা ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহার ভুক্ত একমাত্র আসামি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ