কুষ্টিয়ার ভেড়ামারায় সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
টিসিবির ন্যায্যমূল্যের পণ্যবাহী গাড়িতে - তেল ৮০ টাকা/লিটার, ডাল ৫০ টাকা/কেজি, চিনি ৫০/কেজি, ছোলা ৬০ টাকা/কেজি, খেঁজুর ১২০/কেজি দরে বিক্রি হচ্ছে।
একজন ক্রেতা একবারে ৭৮০ টাকার প্যাকেজে ৫ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ৫ শ' গ্রাম খেঁজুর কিনতে পারবে। প্রতিদিন স্টক শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন