কুমিল্লার এক হাজার পরিবার পেল জাপানের খাদ্য উপহার। জেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্য উপহার বিতরণ করেন মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেড নামের সংস্থাটি।
নগরীর বাগিচাগাঁও এলাকায় এ খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান।
এ সময় মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জিয়াউল হাসান বনিসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্থাটির প্রতিনিধিরা জানান, প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি লবণ।
প্যাকেট করা খাবারগুলো কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর এলাকায়, নগরীর বাগিচাগাঁও এলাকায়, রেইসকোর্স, কালিয়াজুরি, সুয়াগাজীতে, মোগলটুলীতে, ক্যান্টনমেন্ট ডাকলা পাড়ায় ও বরুড়ার হোসেনপুরে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম