ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক অটোরিকশা চালক মারা গেছেন। গত সোমবার রাত তিনটার দিকে নিজ এলাকা উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়। প্রশাসনের সহায়তার গভীর রাতেই তার লাশ দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার