করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি-জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের চেয়ারপার্সন মো: জাফর আলী,সেক্রেটারী আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল,আওয়ামী লীগ নেতা সাঈদ হাসান লোবান ও শেখ বাবুল প্রমুখ।
এসময় কর্মহীন মুক্তিযোদ্ধা,রিক্সা-ভ্যানচালক ও দুস্থদের মাঝে সাড়ে ৭ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, লবন, চিনি ও ৫শ গ্রাম করে সুজি বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার