অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মানিকগঞ্জের ৩টি উপজেলায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত মানিকগঞ্জ সদর, শিবালয় ও হরিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।
অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বুশরা ট্রেডার্স, বিকাশ চন্দ্র স্টোর, রাব্বি স্টোর, হাবিব স্টোর, কুদ্দুস স্টোর , নীলকমল স্টোর ও কনিকা মেডিকেল হল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে-এমন খবরের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর কাঁচামাল আড়ত ও ভাটবাউর কাঁচামাল আড়ৎ, শিবালয় উপজেলার টেপরা, নালী ও আরিচা ঘাট, হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ৬টি প্রতিষ্ঠানকে এবং ঔষুধের দাম বেশী রাখায় ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল