পটুয়াখালীর বাউফলে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় নুর হোসেন মৃধা (৫৮) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা একটি গরুও মারা যায়।
মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউপির ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে হালকা বৃষ্টি শুরু হলে কৃষক নুর হোসেন গরুটি আনার জন্য ঘর থেকে বের হন। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে তার সম্পূর্ণ শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনিসহ গরুটিও মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন