কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের চাপায় জালাল মিয়া (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। তিনি কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় জালাল মিয়া রিকশা চালিয়ে যাবার সময় কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার