ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে ২ জন একই পরিবারের। তাদের সবার বাড়ি আখাউড়া উপজেলায়।
জেলার সিভিল সার্জন মো. একরামুল্লাহ জানান, ৩ জন জেলা শহরের মেড্ডা এলাকায় বক্ষব্যাধি হাসপাতালে আইশোলেসনে ছিলেন। দ্বিতীয় এবং তৃতীয় দফা নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয়া হয়। বক্ষব্যাধি আইশোলেসন কেন্দ্রে মোট ১৭ জন ছিলেন। এদিকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার