পাবনার বেড়ায় দুলাল (৪৫) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওযা গেছে। নিহত শ্রমিক উপজেলার হাটুরিয়া প্রশ্চিম পাড়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এলাকাবাসির বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের দিনমুজুর দুলাল (৪৫) ও একই গ্রামের শাজাহান (৭০) নামের দুই শ্রমিক পাশের জগনাথপুর গ্রামে রশিদের বাড়িতে ইট ভাঙ্গার কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে সকাল ১০টার সময় রশিদের ভাতিজা ও আরশেদ'র ছেলে হিরা (৩০) বাড়িতে এসে হাসুয়ার হাতুলি নিয়ে দুই শ্রমিকের উপর হামলা করে এলোপাথারী মারপিট করে বলে তোরা এখানে কাজ করতে পারবি না। এ সময় প্রতিবেশীরা দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় নিয়ে হাটুরিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা করান। পরে অবস্থা অবনতি হওয়ায় তাদের সকাল ১১টার সময় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮এপ্রিল) দুপুর দেড়টার সময় দুলাল মারা যায়।
এ ঘটনায় বেড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান।
বিডি প্রতিদিন/এ মজুমদার