পিরোজপুরে এক পোশাককর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন ওই পোশাককর্মী আশুলিয়ায় অবস্থান করছেন। পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামে বাড়ি ওই যুবকের।
সোমবার রাতে ঢাকায় যাওয়া যুবকের কোভিড-১৯ পজিটিভ আসে বলে জানান পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী।
স্থায়ীয় ইউনি সদস্য রুহুল আমীন সেখ জানান, কোভিড-১৯ শনাক্ত ওই যুবক প্রথমে ঢাকা থেকে বাড়িতে আসার পরে আমি বিষয়টি পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজনকে জানাই। পরে ২২ এপ্রিল স্বাস্থ্য বিভাগের লোকজন এসে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে যায়। কিন্তু ২৫ এপ্রিল স্থানীয় কেউকে কিছু না জানিয়েই যুবক ঢাকায় চলে যায়। পরে করোনা পজিটিভ এসেছে খবর জানতে পেরে যুবকের বাড়িসহ পাশের আরেকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
তবে স্থানীয় জামাল সিকদার অভিযোগ করে বলেন, করোনা আক্রান্ত ওই যুবক এলাকায় এসে মানুষের সাথে মাছ ধরেছে এবং স্থানীয় যুবকদের সাথে ফুটবল খেলাসহ নিয়মিত চলাচল করেছে। তাই এ বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশাসন মাত্র দুইটি বাড়ি লকডাউন করেছে। আর এতে করে এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, গত ২২ এপ্রিল সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের ওই যুবকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে এবং ২৩ তারিখ তা পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতকালে পাঠানো হয়। গতকাল সোমবার রাতে ওই যুবকের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে। কিন্তু সেই সময় ওই যুবক বাড়ি ছিল না। পরে জানতে পাড়ি যুবক বর্তমানে আশুলিয়া আছে।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন জানান, কোভিড-১৯ শনাক্ত যুবকের সাথে ফোনে কথা বলে তার অবস্থান চিহ্নিত করা হয়েছে। সে বর্তমানে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাড়িতে আছে। সেই বাড়িটি লকডাইন করা হয়েছে এবং সে যে পোশাক কারখানায় কাজ করে সেখানেও বিষয়টি জানানো হয়েছে। এছাড়া ওই এলাকার স্বাস্থ্য বিভাগের কোভিড-১৯ আক্রান্ত রোগী বিষয়ে অবগত করা হয়েছে।
কোভিড-১৯ শনাক্ত যুবকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৫ এপ্রিল পোশাক কারখানায় কাজে যোগ দেয়ার জন্য ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় আসি। সেখানে আমি আমার ভাড়া বাড়িতে উঠতে রাতে পিরোজপুর থেকে ফোন করে পুলিশ জানায় আমার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে। তাই আমাকে ঘরের ভিতরে থাকতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত