মাদারীপুরের কালকিনিতে উচ্চ মূল্যে আদা বিক্রি করায় মো. ইব্রাহীম নামে একজন পাইকারি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদা উচ্চ মূল্যে বিক্রি করার দায়ে মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ওই ব্যবসায়ী এ জরিমান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার মজিদ বাড়ি (ভূরঘাটা) বাজারের পাইকারি (আড়ত) ব্যবসায়ী মো. ইব্রাহীম সিন্ডিকেট করে উচ্চ মূল্যে আদা বিক্রি করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা ভাক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, পাইকারি ব্যবসায়ী ইব্রাহীম উচ্চ মূল্যে আদা বিক্রি করার দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন