কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে এক গৃহিণীর করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বাস্থ্যবিভাগ। এ নিয়ে জেলায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হলো।
এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম জানান, মঙ্গলবার শনাক্ত হওয়া গৃহিণী তার বাড়িতেই ছিলেন। তবে তার ভাই মিজানুর রহমান গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে ফেরত আসেন। এরপর ঐ গৃহিণী ও তার ভাই মিজানুরসহ পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ থেকে গৃহিণীর করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং তার ভাই মিজানুরের নেগেটিভ ফল আসে।
জেলা সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান,আক্রান্ত ঐ গৃহিণীর ২বছরের একটি শিশু রয়েছে। এ কারনে তাকে হোম আইসোলেশনে তার বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে,জেলায় এ পর্যন্ত ঐ গৃহিণীসহ মোট ১০জন করোনা পজিটিভ শনাক্ত হলো। তাদের মধ্যে সদরে ৫ জন, রৌমারীতে ৩ জন,ফুলবাড়িতে ১ জন ও চিলমারীতে ১ জন। পূর্বে আক্রান্ত রোগীরা সবাই নিজ নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন বলে স্বাস্থ্যবিভাগ জানায়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ