জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুযা এক ছাত্র নিহত হয়েছে। গেল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শৈলকুপার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরাফাত হোসেন বাড়ির পাশের ক্রয়কৃত জমিতে বেড়া দিতে যায়। এসময় পাশ্ববর্তী জমির মালিক রুস্তম আলী জোর্য়াদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোর্য়াদারের ছেলে উজ্জল বাঁধা দেয়। সে সময় তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষরা লাঠি দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। আরাফাত হোসেন কুষ্টিয়ার রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২য় বর্ষের ছাত্র।
বিডি প্রতিদিন/এ মজুমদার