গাজীপুরের শ্রীপুরে ঘটে যাওয়া মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনা এখন টপ অফ দ্যা গাজীপুর। সর্বত্রই এখন একই আলোচনা গাজীপুরের চার জনকে গলা কেটে হত্যা। কেন ঘটেছে। কে ঘটিয়েছে। যদিও আইন-শৃঙ্খলা বাহিনী হত্যার মূল হোতা পারভেজকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। গ্রেফতার হওয়া পারভেজ ফোর মার্ডারের রোমহর্ষক বর্ণনা দেন।
এদিকে গাজীপুর জেলার দুই পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। ফোর মার্ডার আর পুলিশের দুই পরিদর্শক প্রত্যাহার। অনেকটা একই সূত্রে গাঁথা বলে মনে করছেন অনেকে।
তবে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই বদলি ফোর মার্ডারের সাথে কোন সম্পৃক্ততা নেই। এটি নিয়মিত কার্যক্রমের একটি।
তবে গাজীপুর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ও পরিদর্শক (অপারেশন) তারিকুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা- বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চার জনকে গলা কেটে হত্যা করেছে।
নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬) , ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।
এ ঘটনায় পারভেজ নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই।
বিডি প্রতিদিন/এ মজুমদার